কিস্তি
নিরঞ্জনবাবুর মেয়ে পুঁটী পাড়ার প্যালাকে বেশ পছন্দ করে। একদিন তিন রাস্তার মোড়ে প্যালাকে বলল, দ্যাখো আমি তোমাকে যা ভালোবাসি তাতে আর দু তিনদিন লাগবে। তারপর আমি তোমাকে আর ভালোবাসব না।
প্যালা বলল, কেন?
পুঁটী বলল, আর দু তিনদিনে ভালোবাসা কম্পলিট হয়ে যাবে। একদম সম্পূর্ণ। আর কিছু কম্পলিট হয়ে গেলে আর সেটা করার কী দরকার?